ছবি: সের্হিও রামোস
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) লিগের ১৫তম ম্যাচ খেলতে নামছে।সেঁত এতিয়েঁর বিপক্ষে আজ মাঠে নামছেন মেসি-নেইমার-এমবাপ্পেরা।একাদশে আজ ‘নতুন’ এক সঙ্গী নিয়েই নামছেন মেসিরা।তিনি আর কেউই নন, সের্হিও রামোস।গত জুলাইতে পিএসজিতে যোগ দেওয়া রামোস চোট কাটিয়ে আজই ফিরেছেন পিএসজির মূল একাদশে।পিএসজির হয়ে অবশেষে অভিষেক হচ্ছে তাঁর।
জানা যায়,গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চেলসির মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। চোটের আগে সেটিই ছিল রামোসের শেষ ম্যাচ।এরপর মাংসপেশির যন্ত্রণায় এত দিন মাঠের বাইরে ছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার।