ছবিঃ চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র `জাও লিজিয়ান`
আসছে বেইজিং অলিম্পিকে জাপানকে পাশে থেকে সকল প্রকার সহযোগীতার আহ্বান জানিয়েছে চীন সরকার। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র 'জাও লিজিয়ান' এ কথা সাংবাদিকদের জানান।
তিনি বলেন, টোকিও অলিম্পিকে চীন সরকার জাপানের পাশে থেকে সহযোগীতা করেছে। অন্তত এজন্য হলেও আসছে বেইজিং অলিম্পিকে জাপানকে বেইজিং'র পাশে থাকা উচিৎ।
উল্লেখ্য, কিছুদিন আগে হোয়াইট হাউসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাতের সময় জো বাইডেন 'বেইজিং অলিম্পিকে মার্কিন কূটনৈতিক বয়কটের বিষয়টি বিবেচনা করছি' বলে জানান।
অষ্ট্রেলিয়াও কুটনৈতিক বয়কটের কথা চিন্তা করছে বলে জানা গেছে।
আর এ/আর এ এস