ছবি:ঢাকা মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
বাংলাদেশে অনুশীলনের সময় স্টেডিয়ামে পতাকা উড়ানোয় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে একটি মামলার আবেদন করা হয়েছে।
জানা গেছে,টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বর্তমানে চট্টগ্রামে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তার আগে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে সফরকারীরা। সিরিজ চলাকালীন অনুশীলন মাঠে পাকিস্তানের পতাকা উড়িয়েছিলেন দেশটির ক্রিকেটাররা।যা নিয়ে দেশব্যাপী বেশ আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।সেই ধারাবাহিকতায় এবার পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে মামলার আবেদন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
আরও জানা যায়,আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিকের আদালতে এ আবেদন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন। অভিযোগে বলা হয়েছে, রাষ্ট্র বা বাংলাদেশ সরকারের অনুমতি না নিয়ে পাকিস্তানি পতাকা উত্তোলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। আদালত জানিয়েছেন, বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেওয়া হবে।
উল্লেখ্য,যাদের নামে মামলা দায়েরের আবেদন করা হয়েছে, তারা হলেন- পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, কোচ সাকলাইন মোস্তাক, ম্যানেজার মনসুর রানা, শাদাব খান, ফখর জামান, আসিফ আলি, হায়দার আলি, হ্যারিস রউফ, হাসান আলি, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহনেওয়াজ দাহানি, ওসমান কাদির ও শহীদ আসলাম।
আর সি