ছবি:মাহমুদুল্লাহ রিয়াদ
বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন। এরই মধ্যে দিয়ে সাদা জার্সিতে তার দীর্ঘ একযুগের ক্যারিরের সমাপ্তি ঘটলো।
জানা গেছে,অবসরের চার মাস পর মাহমুদউল্লাহ আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি টেস্টকে বিদায় বললেন।
উল্লেখ্য,বাংলাদেশের হয়ে ৫০ টেস্টে পাঁচটি শতক ও ১৬টি অর্ধশতক রয়েছে টি-টোয়েন্টি অধিনায়কের।৩৩.৪৯ গড়ে রান করেছেন ২৯১৪। টেস্টে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক রিয়াদ।ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ৬টি টেস্টে দলকে নেতৃত্বও দিয়েছিলেন মাহমুদউল্লাহ।
আর সি