জাপান করোনাভাইরাসের ওমিক্রনের দ্বিতীয় সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছে।জাপান সরকার বুধবার নভেল করোনভাইরাসটির ওমিক্রন সংক্রমণে দ্বিতীয় ব্যক্তি শনাক্ত হওয়ার পর সংক্রামক বিস্তার রোধে বিশ্বজুড়ে বিদেশীদের নতুন প্রবেশ নিষিদ্ধ করেছে।
জাপান সরকার,বিদেশীদের নতুন প্রবেশের উপর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি জাপানী নাগরিক এবং বিদেশী বাসিন্দাদের জন্য কঠোর কোয়ারেন্টাইন ব্যবস্থা আরোপ করেছে। যারা সম্প্রতি কিছু দেশ বা অঞ্চলে গিয়েছেন তাদেরকে ১০ দিনের কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,বৃহস্পতিবার থেকে নাইজেরিয়া, পর্তুগাল, স্পেন এবং সুইডেন থেকে ফিরে আসা ব্যক্তিদেরও তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী শিগেয়ুকি মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন,টোকিওতে ৩০ বছরের নামিবীয় এক কূটনীতিকে দেহে জ্বীনগত পরীক্ষার মাধ্যমে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে।ওই ব্যক্তি নামিবিয়া থেকে রোববার জাপানে এসেছিলেন।আফ্রিকার যে নয়টি দেশে ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গিয়েছিল, তার মধ্যে নামিবিয়াও একটি।জাপান সরকারের গড়া করোনা উপশম কেন্দ্রে ওই কূটনীতিককে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
মন্ত্রী জানান,আক্রান্ত ব্যক্তি করোনার টিকার দুটি ডোজই নিয়েছিলেন।
জাপান সরকারের এক মুখপাত্র হিরোকাজু মাতসুনো জানান, ওই ব্যক্তি নরিতা বিমানবন্দরে নেমেছিলেন।পরদিন সোমবার থেকে তিনি জ্বরে আক্রান্ত হন।এটি জাপানে প্রথম ওমিক্রন সংক্রমনের ঘটনা।
উল্লেখ্য,ওমিক্রন ভ্যারিয়েন্টের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার গটেং প্রদেশে।বোতসোয়ানায় পাওয়া গেছে চারটি কেস ও হংকংয়ে পাওয়া গেছে একটি কেস।ইসরায়েল ও বেলজিয়ামে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
আর সি