ছবি:ইন্টারনেট
জাপান মেট্রোপলিটন সরকার জানিয়েছেন রবিবার টোকিওতে নতুন করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২০ জন।স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন,এ আক্রান্তের সংখ্যা শনিবার থেকে ১ জন বেশি এবং গত রবিবারের থেকে এ সংখ্যা ১১ জন বেশি।এবং জাপানে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত শনাক্ত ২ জন ।
জানা যায়,টোকিওর হাসপাতালে গুরুতর লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ২ জন।সারাদেশের হাসপাতালে ভর্তির সংখ্যা শনিবার থেকে অপরিবর্তিত আছে।হাসপাতালে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ২৯ জন। শনিবার থেকে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১ জন বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
উল্লেখ্য,সারাদেশে আক্রান্তের সংখ্যা ১১৫ জন।গুনমা শহরে সবচেয়ে করোনভাইরাসে আক্রান্ত।গুনমা শহরে আক্রান্তের সংখ্যা ৩০জন যার মধ্যে ওটা কারখানার কর্মচারী ২৬ জন।টোকিওতে করোনভাইরাস আক্রান্তের থেকে মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
আর সি