ছবি:কিয়োদো নিউজ
জাপানের ৩৩ শতাংশ সংস্থায় নেই কোনো উচ্চপদস্থ নারী কর্মকর্তা।মন্ত্রী পরিষদ অফিস গত সপ্তাহে জানায়,জাপানি বড় কোম্পানিগুলোতে নেই কোনো নারী কর্মকর্তা।শিপিং,পাল্প ও কাগজের কোম্পানিগুলোতে এর হার ৫০ শতাংশ বা তারও বেশী।কোনো কোনো ক্ষেত্রে তা ৭০ শতাংশে দাঁড়িয়েছে।
জানা যায়,ইস্পাত,যন্ত্রপাতি এবং রিয়েল এস্টেট কোম্পানিগুলোর অবস্থাও প্রায় একই।তবে বিদ্যুৎ, গ্যাস,ব্যাংকিং এবং বিমান পরিবহনে নারীদের অবস্থান ভালো।
সরকারি হিসাব অনুযায়ী,টোকিও স্টক এক্সচেঞ্জের প্রথম বিভাগে তালিকাভুক্ত ২,১৮৯টি কোম্পানির মধ্যে,৭৩২টিতে কোনো নারী কর্মকর্তা নেই।
মন্ত্রী সেকো নোদা বলেন,কোম্পানিগুলোতে নারীদের অবস্থান উন্নত করার মাধ্যমে সংস্থা গুলোর কর্পোরেট মূল্য বাড়বে বলে আশা করা যায়।
মন্ত্রী সেকো নোদা আরও বলেন,যদি বেশী সংখ্যক নারী কর্মকর্তা কোম্পানির কাজে যুক্ত থাকে,তবে কোম্পানি ব্যবস্থাপনায় এর প্রভাব আরও ভালো হবে।
উল্লেখ্য,জাপানি সংস্থাগুলো ২০২০ সালে কোম্পানিতে শূন্য পদের নারী কর্মকর্তাদের একটি তালিকা প্রকাশ করে।
আর সি