জাপানের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি শিওনোগি একটি ক্লিনিকাল পরীক্ষা শুরু করেছে।এ পরীক্ষায় তাদের নিজেদের তৈরি করোনাভাইরাসের একটি টিকাকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করছে।গতকাল শুরু হওয়া এই পরীক্ষায় ২শ ব্যক্তি অংশ নিয়েছে।তাদের সবাই অন্তত ছয় মাস আগে ফাইজার বা মডার্নার টিকার দুটি ডোজ নিয়েছিল।
জানা যায়,অংশগ্রহণকারীদের অর্ধেক শিওনোগির এবং বাকী অর্ধেক ফাইজারের একটি করে বুস্টার ডোজ গ্রহণ করবেন।এরপর ওসাকা ভিত্তিক কোম্পানিটি,দুই টিকার মধ্যকার কার্যকারিতা এবং নিরাপত্তার দিক তুলনা করে দেখবে।
আরও জানা যায়,শিওনোগি কোম্পানি আগামী মার্চ মাসের মধ্যে জাপানে তৈরি এই টিকার প্রথম ব্যবহারিক প্রয়োগ শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে।
উল্লেখ্য,জাপান চলতি মাস থেকে বুস্টার ডোজ দেয়া শুরু করেছে।
আর সি