ছবি:টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর
জাপান অভ্যন্তরীণ ভ্রমণ ভিসা স্থগিত করলো।বিশ্বব্যাপী করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট "ওমিক্রন" ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।জাপানের সীমান্ত নীতিমালা এমনিতেই কঠোর।চলমান উপরিস্থিতিতে সরকার তা আরও কঠোর করছে।
জানা যায়,বৃহস্পতিবার থেকে কার্যকরী আদেশে কেন্দ্রীয় সরকার এক মাসের ভিসা স্থগিত করেছে,যা এখনও ব্যবহার করা হয়নি।তবে এ আদেশ জাপানি নাগরিক বা স্থায়ী বাসিন্দা,তাদের পরিবার এবং কূটনীতিকদের বেলায় প্রযোজ্য নয়।এ আদেশটি তাদের জন্যে প্রযোজ্য যারা এ বছরের মার্চ-এপ্রিলে ইস্যুকৃত সিঙ্গেল বা মাল্টিপল ভিসায় জাপানে প্রবেশ করতে পারেনি।
এর আগে জাপান করোনাভাইরাসের ওমিক্রনের দ্বিতীয় সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছে।তাদের একজন পেরুর পর্যটক,অন্যজন নামিবিয়ার কূটনীতিক।জাপান সরকার বুধবার নভেল করোনভাইরাসটির ওমিক্রন সংক্রমণে দ্বিতীয় ব্যক্তি শনাক্ত হওয়ার পর সংক্রামক বিস্তার রোধে বিশ্বজুড়ে বিদেশীদের নতুন প্রবেশ নিষিদ্ধ করেছে।
উল্লেখ্য,গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন সনাক্তের পর থেকে বিশ্বজুড়ে দেশগুলো তাদের সীমান্ত বন্ধ করার জন্যে উঠেপড়ে লেগেছে।জাপানও তাতে পিছিয়ে নয়,বরং এগিয়ে।
আর সি