ছবি:দ্যা মাইনিচি
ট্রেনে বাধ্যতামূলক সিকিউরিটি ক্যামেরা লাগানোর নির্দেশ দিলো জাপান সরকার।শুক্রবার পরিবহন মন্ত্রণালয় জানায়,অক্টোবরে টোকিও'র ট্রেনে ছুরি হামলার পর সারাদেশের ট্রেনে সিকিউরিটি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছে সরকার।
জাপান রেলওয়ে প্রধান ও পরিবহন মন্ত্রী তেতসুও সাইতো,পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে মত বিনিময় করার সময় এই সিদ্ধান্ত নেন।
পরিবহন মন্ত্রী তেতসুও সাইতো বলেন,অপরাধ প্রতিরোধের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মন্ত্রী আরও জানান, এই মাসের শেষের দিকে ট্রেন অপারেটরদের সাথে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন।
এর আগে,টোকিও'র চোফু'তে কেইয়ো লাইনের কোকুরিও ষ্টেশনের নিকট এক ব্যাক্তি চলন্ত ট্রেনের ভিতর হটাৎ করেই আগুন ধরিয়ে দেয় এবং ছুরি দিয়ে যাত্রীদের উপর অনবরত আঘাত করতে থাকে। এ সময় অন্তত ১৭ জন ব্যাক্তি আহত হয়। যার মধ্যে ৬০ বছর বয়সী এক যাত্রী গুরুতর আহত হয়। আনুমানিক ২০ বছর বয়সী এ অভিযুক্ত ব্যাক্তি ঠিক কি কারণে এ হামলা করেন তা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।
উল্লেখ্য,আক্রমনের পর-পরই স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি কোকুরিও ষ্টেশনে জরুরীভাবে থামিয়ে যাত্রীদের নিরাপদে বের করার ব্যবস্থা করে কর্তৃপক্ষ।
আর সি