ছবিঃ ইন্টারনেট
টোকিওর পার্শ্ববর্তী শহর ইয়ামানাশিতে ৪.৯ মাত্রার ভুমিকম্প অনুভুত হয়েছে। শুক্রবার সকাল ৬ টা ৩৭ মিনিটে এ ভুকম্পন অনুভুত হয়। এ সময় সমান মাত্রায় কেঁপে উঠে জাপানের রাজধানী টোকিও শহরও।
জাপান আবহাওয়া অফিস জানায়, ৪.৯ মাত্রার এই ভুমিকম্পে সুনামির কোন আশঙ্কা নেই।
উল্লেখ্য, জাপান পৃথিবীর সর্বাধিক ভুমিকম্পের দেশ। এখানে প্রতি বছর গড়ে দুই হাজার এর মত ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। এমনকি ২০১১ সালে দেশটিতে দশ হাজারের বেশি ভূমিকম্প হয়।
আর এ এস/আর এ