ছবি:রাজকুমারী আইকো
রাজকুমারী আইকো তার ২০তম জন্মদিনে সরকারী কাজে পিতামাতাকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন।রাজকুমারী আইকো সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকোর একমাত্র সন্তান।আজ বুধবার রাজকুমারী আইকো তার ২০তম জন্মদিনে বাবা-মাকে এ কথা বলেছেন।
টোকিওর স্থানীয় সময় বুধবার রাজকুমারী এক বিবৃতিতে বলেছেন,আমি এখন প্রাপ্তবয়স্ক,তাই আমি নিজেকে সঠিক ভাবে গড়তে চাই।এবং ধাপে ধাপে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই,যাতে অন্যদের সেবা করতে পারি।
জানা গেছে,রাজপরিবারের দেখাশুনা করে থাকা এজেন্সির ঊর্ধ্বতন সদস্যরা সহ অন্যান্যরা রাজকুমারীর ২০তম জন্মদিনে উপলক্ষে তার বাসভবনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
আরও জানা গেছে,রাজকুমারী আইকোর ২০তম জন্মদিনে উপলক্ষে রবিবার রাজপ্রাসাদে বড় আকারের কয়েকটি উৎসব পালন করা হবে।
এর আগে,২০১৪ সালে শেষবারের মত রাজপরিবারের রাজকুমারী মাকো জন্য এই ধরনের উৎসবের আয়োজন করা হয়েছিল।
উল্লেখ্য,রাজকুমারী আইকো জাপানি সাহিত্য নিয়ে টোকিওর গাকুশুইন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন।