ছবি:ইন্টারনেট
জাপানে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে।মঙ্গলবার জাপান সরকার জানিয়েছে,একজনের দেহে করোনার এই ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত করা হয়েছে।নমুনা গবেষণাগারে পাঠানোর পর থেকে তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
জানা গেছে,রবিবার টোকিও'র নারিতা বিমানবন্দরে নামিবিয়া থেকে আসা ব্যক্তিকে ওমিক্রন করোনভাইরাসটির জন্য পরীক্ষা করার হয়।পরীক্ষায় এ ব্যক্তির দেহে ওমিক্রন পজিটিভ এসেছে।
গতকাল প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা,করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে সর্তকতায় মঙ্গলবার থেকে বিদেশীদের প্রবেশের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন।
প্রধানমন্ত্রী কিশিদা সাংবাদিকদের বলেছিলেন,তিনি "সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে" এই সিদ্ধান্ত নিয়েছেন।তিনি আরও বলেন,"ওমিক্রনের নতুন এই ভ্যারিয়েন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য স্পষ্ট না হওয়া পর্যন্ত এটি একটি অস্থায়ী ব্যবস্থা।"
জানা গেছে,জাপান সরকার ইতিমধ্যেই আফ্রিকার মোট ৯ টি দেশ থেকে আসা নাগরিকদের জাপান ভ্রমনে কড়াকড়ি নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে বলে ঘোষণা করেছে।দেশগুলো হলো,দক্ষিন আফ্রিকা, বোতসোয়ানা, এসওয়াতিনি, লেসোথো, নামিবিয়া, জিম্বাবুয়ে, মোজাম্বিক, মালাউই এবং জাম্বিয়া।
উল্লেখ্য,বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার বলেছে ,ভ্যারিয়েন্ট ওমিক্রনের নতুন ধরণটি "উদ্বেগজনক"। ডব্লিউএইচও সতর্ক করে যে, এটিতে প্রচুর পরিমাণে মিউটেশন রয়েছে যার অর্থ এটি অত্যন্ত সংক্রমণযোগ্য হতে পারে । প্রাথমিক তথ্য প্রমাণে দেখা গিয়েছে যে ওমিক্রনে পুনরায় সংক্রমণের ঝুঁকি বেশি রয়েছে। অর্থাৎ একবার এই ভ্যারিয়েন্টে কেউ আক্রান্ত হলে তার পুনর্বার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
আর সি