নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিভাগীয় সমাবেশ ও গণ-মিছিলের পর গণ-অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গণ-অবস্থান কর্মসূচিতে স্লোগানে-স্লোগানে উত্তাল হয়ে উটেছে নয়াপল্টন এলাকা।
বুধবার সাড়ে ১০টায় এ গণ-অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। দুপুর ২টায় শেষ হবার কথা।
নয়াপল্টন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। স্লোগানে-স্লোগানে বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছেন নেতাকর্মীরা। নাইটিঙ্গেল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত নেতাকর্মীতে ভরে গেছে।
এর আগে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।