ছবি:ইন্টারনেট
বাংলাদেশিসহ ১২৯ জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।সংশ্লিষ্ট সুত্র থেকে জানা যায় যে,সোমবার রাতে দেশটির বালাকং শহরে মেশিনের যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি বলেন, রাত ৮টার দিকে শুরু হওয়া অভিযানে ১৩৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এসময় আটক করা হয় কারখানায় কর্মরত ২০-৪৯ বছর বয়সী ১১০ জন পুরুষ ও ১৯ নারীকে। গ্রেপ্তারদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং নেপালের শ্রমিক রয়েছেন।
খায়রুল দাজাইমি আরও বলেন, মালয়েশিয়ার ধারা ৬ (১)(সি) অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে অবৈধ শ্রমিক রাখার দায়ে নিয়োগকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জরিমানা করা হবে পাঁচ হাজার রিঙ্গিত করে, যা বাংলাদেশি মুদ্রায় ১,০০,০০০ টাকা ।
আর সি