ছবি:টোকিও বাংলা নিউজ
করোনা ভাইরাসের মহামারীতে ক্ষতিগ্রস্ত বিদেশিদের সহায়তা করতে টোকিওতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ।আয়োজিত এ সমাবেশে প্রায় ১শ ব্যক্তি অংশ নিয়েছে।টোকিওর শিনযুকু ওয়ার্ডে আজ রবিবার সমাবেশটি অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীরা জানান,আশ্রয় মঞ্জুর হওয়া লোকজন এবং সদ্য জাপানে আগত অর্থকষ্টে ভোগা কিছু প্রশিক্ষণার্থী খাবার কিনতেও অপারগ। সদ্য জাপানে আগত শরণার্থী ও কারিগরি প্রশিক্ষণার্থীদের সহায়তার জন্য কয়েকটি সামাজিক গ্রুপ বা সংগঠন প্রতিষ্ঠা করেছেন তারা।
অংশগ্রহণকারীরা আরও জানান, শরণার্থীরা জাপানি ভাষায় ভালভাবে কথা বলতে না পারায় সরকারি সংস্থাগুলো থেকে তথ্য পেতে সমস্যার মুখোমুখি হচ্ছে।তারা এই ব্যক্তিদের সহায়তা ও পরামর্শ দেয়ার আহ্বান জানান।
ফুজিওয়ারা মাসাহিরো বলেন, ইতোমধ্যে প্রতিষ্ঠিত সামাজিক গ্রুপগুলোর মাধ্যমে সমর্থন বিস্তৃত করাই হচ্ছে তার সংগঠনের লক্ষ্য।
উল্লেখ্য,ফুজিওয়ারা মাসাহিরো হচ্ছেন সমাবেশটির আয়োজক এশীয় জনগোষ্ঠীর কল্যাণ ও শিক্ষা বিষয়ক ফাউন্ডেশনের প্রধান।
আর সি