ছবি:ইন্টারনেট
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের দীর্ঘতম লড়াই ৭ ঘণ্টা ৪৫ মিনিট এবং ১৩৬ চালের ম্যাচ।দুবাইয়ের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ম্যারাথন ম্যাচে ইয়ান নেপোমনিয়াশচিকে হারিয়েছেন ম্যাগনাস কার্লসেন।নরওয়ের দাবাড়ু পাঁচ বছর এবং ১৯ ম্যাচ ড্রয়ের পর বিশ্ব চ্যাম্পিয়নশিপের ক্ল্যাসিক্যাল পর্যায়ে জয় পেলেন।
জানা যায়,বিশ্ব চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ ম্যাচটিতে একটি রেকর্ডও ভেঙেছেন তিনি।১৩৫ বছরে এটাই টুর্নামেন্টের সবচেয়ে দীর্ঘ ম্যাচ।দুর্দান্ত এই জয়ে বেস্ট অব ফরটিন ম্যাচের প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে গেলেন কার্লসেন।
নেপোমনিয়াশচিকে হারিয়ে কার্লসেন বলেছেন,বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোনো ম্যাচই সহজ নয়।আপনাকে সব দিক থেকেই চেষ্টা করতে হবে।কাজে লাগাতে হবে সব সুযোগ।এমনকি সেই সুযোগটা ছোট হলেও চেষ্টা করে দেখতে হবে।
উল্লেখ্য,ম্যাগনাস কার্লসেন ২০১৩ সালে বিশ্বনাথন আনন্দকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন।
আর সি