ছবিঃ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারী জেন সাকি
বিশ্বব্যাপী গণতন্ত্রের সুরক্ষায় যারা যুক্তরাষ্ট্রের অংশীদার হবে তাদেরই প্রেসিডেন্ট জো বাইডেনের সম্মেলনে ডাকা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারী জেন সাকি।
যুক্তরাষ্ট্রের আসন্ন গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশসহ কয়েকটি দেশের আমন্ত্রণ না পাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বৃহস্পতিবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফ্রিংয়ে এভাবেই যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন সাকি।
গণতন্ত্রকে বিশ্বব্যাপী আরও সুসংহত করতে সুশীল সমাজের প্রতিনিধি এবং শীর্ষ উদ্যোক্তাদের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ করা হয়েছে উল্লেখ করে হোয়াইট হাউস সেক্রেটারি বলেন, যাদেরকেই আমন্ত্রণ জানানো হচ্ছে তারাই একমাত্র বিশ্বের কাছে নিজেদের গণতন্ত্রের নমুনা হিসেবে উত্থাপন করছেন বিষয়টি কিন্তু একদম এরকম নয়। সব জায়গার গণতন্ত্রই একটি বিকাশমান ক্রমধারার অংশ বিশেষ।
তিনি আরও বলেন, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি তার মানে এই নয় তাদের ব্যাপারে আমরা নেতিবাচক।
সাকি বলেন সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র চায় অংশীদারদের অর্ন্তভুক্ত করা, আমন্ত্রণ জানানো। বিভিন্ন মানুষ এবং দেশের উপস্থিতিতে যেনো বহুমাত্রিক চিন্তার প্রসার ঘটে। যাতে করে বিশ্বব্যাপী গণতন্ত্রের সুরক্ষায় আমরা যে কাজ করছি এসকল দেশ তাতে অংশীদার হতে পারে।
আর এ এস/আর এ