ছবি:পররাষ্ট্র মন্ত্রী হায়াশি ইয়োশিমাসা
বিশ্ব জুড়ে ওমিক্রন ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এবং এর বিস্তার রোধে উন্নয়নশীল দেশগুলোতে করোনাভাইরাসের টিকা সরবরাহ করবে জাপান সরকার।আফ্রিকা’সহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোতে টিকাদানের নিম্নহারের কারনে জাতিসংঘ টিকার দ্রুত বিতরণের আহ্বান জানিয়েছে।জাতিসংঘের আহ্বানে সারা দিতে আজ রবিবার এ পরিকল্পনা করছে জাপান সরকার।
পররাষ্ট্র মন্ত্রী হায়াশি ইয়োশিমাসা বলেন,ভাইরাসটি নিয়ন্ত্রণের জন্য যথাযথ চেষ্টা করা উচিত।জাপান সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পারলেও বিশ্বের অন্যত্র যদি ভাইরাসটি কার্যকর থাকে তাহলে এক্ষেত্রে ঝুঁকি রয়ে যাবে।
জানা যায়,টিকা বিতরণের জন্য একশ কোটি মার্কিন ডলার প্রদানের অঙ্গীকার করেছে জাপান সরকার।
উল্লেখ্য,জাপান সর্বোচ্চ ৬ কোটি ডোজ টিকা সরবরাহের পরিকল্পনা করছে এবং ইতোমধ্যে এর অর্ধেকের যোগান দিয়েছে।সরকার উন্নয়নশীল দেশগুলোতে বাকী টিকাগুলোর সরবরাহ ত্বরান্বিত করার পরিকল্পনা করছে।
আর সি