ছবি:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা
ওমিক্রণের বিস্তার ঠেকাতে আফ্রিকার ৭ দেশের যাত্রীদের ক্ষেত্রে কোয়ারেন্টিনের কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ।বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক সার্কুলারে জানিয়েছে এই সাত দেশ থেকে দেশে আসা যাত্রীদের নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
জানা যায়,বাংলাদেশ সময় শনিবার দুপুর ১২টা থেকে এ নিয়ম কার্যকর হবে বলে বেবিচকের তথ্য কেন্দ্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
আফ্রিকার এই সাত দেশ হল বতসোয়ানা, লেসোথো, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
উল্লেখ্য,কোয়ারেন্টিনের এই ১৪ দিন বাংলাদেশ সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে থাকতে হবে যাত্রীদের। সেজন্য বাংলাদেশের পথে রওনা হওয়ার আগেই হোটেল বুকিং দিতে হবে। করোনাভাইরাস শনাক্তের আরটিপিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে নিজ বাসস্থানে অবস্থান করা যাবে।
আর সি