ছবি:জাপান টুডে
জাপানের কাছে প্রশান্ত মহাসাগরের কুরিল দ্বীপপুঞ্জে রাশিয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে।বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির একটি টিভি চ্যানেলে এ তথ্য জানিয়েছে। এই দ্বীপ নিয়ে বিরোধ চলার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া এবং জাপানের মধ্যে আনুষ্ঠানিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করা সম্ভব হয়নি।
জানা যায়, রাশিয়া দ্বীপটির মূল অংশে সরঞ্জাম এবং কর্মী সরবরাহের জন্য বড় ল্যান্ডিং জাহাজ ব্যবহার করেছে। এ বছরের আগস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এই দ্বীপে তারা সামরিক অবকাঠামো উন্নত করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হলো বলে জানিয়েছে রাশিয়া।
উল্লেখ্য,জাপান দাবি করে রাশিয়ার দখলকৃত কুরিল দ্বীপ জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলের অংশ।দ্বীপগুলো হল,কুনাশির,ইতোরুপ,শিকতন ও রকি হাম্বনি। ১৯৫৬ সালে দখল হওয়া চারটি দ্বীপের দুটি ফিরিয়ে দিতে চায় সোভিয়েত সরকার।তবে জাপান নিজেদের পুরো অংশ ফিরে পাওয়ার দাবি জানায়।
আর সি