ছবি:ইন্টারনেট
রাশিয়া ও চীনের সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি।
পররাষ্ট্রমন্ত্রী হায়াশি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে ফোনালাপে রাশিয়া ও চীনের সামরিক তৎপরতার বৃদ্ধি নিয়ে এ উদ্বেগ প্রকাশ করেন।
সুত্র থেকে জানা যায়,পররাষ্ট্রমন্ত্রী হায়াশি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ'র ফোনালাপে দু'দেশের মধ্যে দীর্ঘস্থায়ী আঞ্চলিক দ্বন্দ্বের কারণে স্থগিত শান্তি চুক্তির আলোচনা সামনের দিকেএগিয়ে নিতে সম্মত হয়েছেন।
এছাড়াও জাপানের উত্তরতম প্রধান দ্বীপ হোক্কাইদোর কাছে অবস্থিত বিতর্কিত দ্বীপপুঞ্জের যৌথ অর্থনৈতিক কর্মকাণ্ড এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এই দুই মন্ত্রী।
প্রায় ৪০ মিনিটের কথোপকথনে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক জোট বাড়াতে আগ্রহী বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী হায়াশি।
আর সি