ছবি: কাইদো নিউজ
আফগানিস্তানে তালেবান কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছেন জাপানের রাষ্ট্রদূত ওকাদা।সংশ্লিষ্ট সুত্র থেকে জানা যায়,আফগানিস্তানের রাজধানী কাবুলে জাপানের রাষ্ট্রআদূত মঙ্গল ও বুধবার তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।
সুত্র থেকে জানা যায়,আফগানিস্তান থেকে চূড়ান্ত ধাপে মার্কিন সেনাদের প্রত্যাহারের পর এই প্রথম কাবুলে জাপানের রাষ্ট্রদূত তাকাশি ওকাদা এবং তালেবান কর্মকর্তাদের মধ্যে কোনো বৈঠক হচ্ছে।
সুত্র থেকে জানা যায়,জাপান সরকার তালেবান সরকারকে স্বীকৃতি দিতে নারাজ হলেও,মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে আফগানিস্তানের কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেছেন।
সুত্র থেকে আরও জানা যায়,জাপানের রাষ্ট্রদূত ওকাদা মঙ্গলবার দেশটির রাজনৈতিক বিষয়ের দায়িত্বে থাকা উপ-প্রধানমন্ত্রী আবদুল কবিরের সাথে এবং বুধবার তালেবান অন্তর্বর্তী সরকারের উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদারের সাথে দেখা করেছেন।
উল্লেখ্য,ওকাদা গত মাসে কাতারের রাজধানী দোহায় ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে দূতাবাসে কাজ করা আফগানদের নিরাপত্তা নিশ্চিত করতে
আলোচনা করেছিলেন।
আর সি