ছবি:ইন্টারনেট
জাপানের বৃহত্তম বিরোধী দলের নেতৃত্ব নির্বাচনের প্রচারণা শুক্রবার শুরু হয়েছে।সাম্প্রতিক সাধারণ নির্বাচনে পরাজয়ের পর চারজন প্রার্থী দলের নেতৃত্ব দিতে নির্বাচনে যোগ দিয়েছেন।
সংশ্লিষ্ট সুত্র থেকে জানা যায় যে,জাপানের কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টির ৩০ নভেম্বরের নির্বাচনে প্রার্থীরা হলেন সেজি ওসাকা(৬২) প্রাক্তন প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা, জুনিয়া ওগাওয়া(৫০) অভ্যন্তরীণ বিষয় ও যোগাযোগ বিষয়ক প্রাক্তন সংসদীয় ভাইস মন্ত্রী, সিডিপিজে নীতি প্রধান কেনতা ইজুমি(৪৭) এবং চিনামি নিশিমুরা(৫৪) স্বাস্থ্য, শ্রম ও কল্যাণের প্রাক্তন সিনিয়র ভাইস মন্ত্রী।
আর সি