ছবি:কাইদো নিউজ
জাপানের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি বৃহস্পতিবার চীনের স্টেট কাউন্সিলরের সঙ্গে ফোনে কথা বলেছেন।সংশ্লিষ্ট সুত্র থেকে জানা যায় যে,হায়াশি জাপানের শীর্ষ কূটনীতিক হওয়ার পর চীনের স্টেট কাউন্সিলরের ওয়াং এর সাথে এ প্রথম কথোপকথন।আঞ্চলিক,নিরাপত্তা ও ঐতিহাসিক ইস্যুতে দুদেশের সম্পর্কে টানাপোড়েন থাকার সত্বেও এ আলোচনায় বসেছেন তারা।
জানা যায় যে,জাপান ও চীন আগামী বছর দ্বিপাক্ষিক কূটনীতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য ৫০ তম বার্ষিকী উদযাপন করবেন।
সুত্র থেকে আরো জানা যায় যে,হায়াশি এবং ওয়াং দুই দেশের মধ্যে সম্পর্ক স্থিতিশীল করার বিষয়ে আলোচনা করেছেন।
আর সি