নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে শুরু হয়েছে এশিয়ার অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসব "টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব"। বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে শনিবার টোকিওতে এ উৎসব আরম্ভ হয়।
জানা গেছে, গতবছর বাতিল হওয়া চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগও এবছর আবার চালু করা হয়েছে।
লাল গালিচা সম্বর্ধনার মাধ্যমে ৩৪তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি উদ্বোধন করা হলেও এই আয়োজনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল না।
উদ্বোধনী অনুষ্ঠানে উৎসবের দূত হিসেবে নিয়োজিত অভিনেত্রী হাশিমোতো আই, উৎসবের চলতি বছরের বিষয়বস্তু “সীমানা অতিক্রম করা” নিয়ে আলোচনা করেন।
এই চলচ্চিত্র উৎসবের গ্র্যান্ড প্রি পুরস্কারের জন্য প্রতিযোগিতায় অংশ নিতে সারাবিশ্ব থেকে মোট ১৫টি চলচ্চিত্র বাছাই করা হয়েছে।
এর মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ছবি নুহাশ হুমায়ূন পরিচালিত ‘মুভিং বাংলাদেশ’। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান হচ্ছে গুপী বাঘা প্রোডাকশনস।
আগামী ৮ই নভেম্বর পর্যন্ত চলচ্চিত্র উৎসবটি চলবে এবং এতে মোট ১শ ২৬টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
আগামী ৮ই নভেম্বর পর্যন্ত চলচ্চিত্র উৎসবটি চলবে এবং এতে মোট ১শ ২৬টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।