ছবি:নারিতা এয়ারপোর্ট
নতুন বিদেশীদের জাপান প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেও রি-এন্ট্রিদের ক্ষেত্রে জাপান প্রবেশে কোন সমস্যা নেই।বৃহস্পতিবার টোকিওর ইমিগ্রেশনের তথ্য কেন্দ্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, যাদের পুনঃপ্রবেশের অনুমতির মেয়াদ আছে তারাই শুধু সরাসরি জাপানে পুনঃপ্রবেশ করতে পারবেন।
আরও জানা গেছে,জাপানে বসবাসরত যারা বেড়াতে বা অন্য কারনে জাপানের বাইরে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে এ মাসের ৩১ তারিখ পর্যন্ত জাপান প্রবেশে কোন সমস্যা নাই।
সব যাত্রীদের পুনঃপ্রবেশের পর কঠোর কোয়ারেন্টাইন মধ্যে থাকতে হবে বলে জানা গেছে।
উল্লেখ্য,নতুন নীতিমালায় জাপানে প্রবেশের পর বাধ্যতামূলক সরকার নির্ধারিত স্থানে কোয়ারেন্টিনের জন্য ১৪ দিন থাকতে হবে।পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে নিজ বাসস্থানে অবস্থান করা যাবে।
আর সি