ছবি:ইন্টারনেট
ওমিক্রন বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ায় আফ্রিকার দশটি দেশ থেকে আসা নতুন বিদেশীদের প্রবেশের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে জাপান সরকার।যারা সম্প্রতি অন্য দেশে থেকে এসেছে তাদেরকে ১০ দিনের কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দিয়েছে।বৃহস্পতিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন,ওমিক্রন সম্পর্কে বিস্তারিত তথ্য না জানা পর্যন্ত নতুন নীতিমালা কার্যকর থাকবে।
এর আগে,মঙ্গলবার থেকে কিছু ক্ষেত্র ব্যতীত জাপান বিদেশিদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে। এ নিষেধাজ্ঞা জারি করার পর জাপান সরকার এই নতুন পদক্ষেপ নিয়েছে।
উল্লেখ্য,সুইডেন, স্পেন, নাইজেরিয়া ও পর্তুগালকে থেকে আসা জাপানি নাগরিকদের ৩ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করেছে।তালিকায় অন্তর্ভুক্ত দেশের মোট সংখ্যা এখন ৪৮টি।
আর সি