ছবি:ইন্টারনেট
বিদেশীদের সংখ্যা বাড়লেও অব্যাহতভাবে কমছে জাপানের জনসংখ্যা। ২০১৫ সালের পর ২০২০ সালে করা ৫ বছরের আদম শুমারির ফলাফলে এ ভয়াবহচিত্র আবারো উঠে আসে। জাপান সরকার মঙ্গলবার ২০২০ সালের জাতীয় আদমশুমারি’র ফলাফল প্রকাশ করে। এতে দেখা যাচ্ছে যে দেশের জনসংখ্যা হ্রাস পাওয়া অব্যাহত রয়েছে।২০২০ সাল পর্যন্ত পাঁচ বছর সময়ের মধ্যে হ্রাসের এই পরিমাণ ছিল শুন্য দশমিক ৭ শতাংশ।
আদমশুমারির ফলাফলে দেখা গেছে,গত বছর পয়লা অক্টোবর পর্যন্ত দেশের জনসংখ্যা ছিল ১২ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৯৯ জন। এই সংখ্যা হল ২০১৫ সালে চালানো জরিপের তুলনায় ৯ লাখ ৪৮ হাজার ৬৪৬ জন কম। উল্লেখ্য, ১৯২০ সালে আদমশুমারি’র শুরুর পর থেকে ২০১৫ সালেই প্রথম পতন লক্ষ্য করা গেছে।
এতে আরও দেখা গেছে,জাপানে পুরুষের সংখ্যা হল ৬ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৫৮১ জন এবং নারীর সংখ্যা ৬ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার ৫১৮ জন।
জানা যায়,মোট জনসংখ্যায় জাপানি নাগরিকের সংখ্যা পূর্ববর্তী জরিপের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ কমেছে। অন্যদিকে বিদেশি বাসিন্দাদের সংখ্যা পাঁচ বছর সময়ের মধ্যে ৪৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড সর্বোচ্চ ২৭ লাখ ৪৭ হাজার ১৩৭ জনে উন্নীত হয়েছে।
আরও জানা যায়,৬৫ বা তার বেশি বয়সী লোকজনের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ লাখ ২৬ হাজার ৬৩২ জনে।এই সংখ্যা হল দেশের মোট জনসংখ্যার ২৮ দশমিক ৬ শতাংশ,যা এযাবতকালের মধ্যে সর্বোচ্চ সংখ্যা।
উল্লেখ্য,২০১২ সালের সরকারি প্রতিবেদনে বলা হয়েছে,বড় ধরনের নীতিগত পরিবর্তন না করলে ২১১০ সালে জাপানের জনসংখ্যা কমে ৪ কোটি ২৯ লাখে দাঁড়াবে। এটি বর্তমান জনসংখ্যার এক-তৃতীয়াংশ। অর্থনৈতিক ও রাজনৈতিক ভূমিকা সমুন্নত রাখতে হলে জনসংকট সমস্যার ব্যাপারে এখনই সিদ্ধান্ত নিতে হবে।
আর সি