ছবি: কাইদো নিউজ
জাপানের চলচ্চিত্র পরিচালক নাওমি কাওয়াসে ইউনেস্কোর শুভেচ্ছা দূত নিযুক্ত হয়েছেন।বৃহস্পতিবার জাতিসংঘের সংস্থা ইউনেস্কো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।চলচ্চিত্র পরিচালক নাওমি কাওয়াসে বেশ কয়েকটি কান পুরষ্কার বিজয়ী।
সংশ্লিষ্ট সুত্র থেকে জানা যায়,এই পদ অধিকারী প্রথম জাপানি মহিলা নাওমি কাওয়াসে এবং তিনি এই পদে নিযুক্ত হওয়া পঞ্চম জাপানি।কাওয়াসে পশ্চিম জাপানের নারা প্রিফেকচারের বাসিন্দা।
কাওয়াসে তার নিয়োগের পরে প্যারিসে এক সংবাদ সম্মেলনে বলেন,আমি বিশ্বাস করি আমার ভূমিকা হল এমন লোকদের উপর আলোকপাত করা যাদের সম্পর্কে সারা বিশ্বে কথা বলা হয়নি এবং তাদেরকে বিশ্ব মঞ্চে তুলে ধরা।
জানা যায়,ফরাসি রাজধানীতে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থার সদর দফতরে আয়োজিত একটি অনুষ্ঠানে, ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে কাওয়াসের প্রশংসা করেছেন,তার মানুষ ও সংস্কৃতির মধ্যে বৈচিত্র্য প্রচারের জন্য।
সুত্র থেকে জানা যায়,কাওয়াসে ইউনেস্কোর একটি প্রকল্পে নিযুক্ত রয়েছেন।এ প্রকল্পটি তরুণ আফ্রিকান মহিলা চলচ্চিত্র নির্মাতাদের সমর্থনের জন্য।
প্রসঙ্গত,১৯৯৭সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম ফিচার "সুজাকু" এর জন্য কান চলচ্চিত্র উৎসবে ক্যামেরা ডি'অর পুরস্কার জিতেন।দশ বছর পর, তার কাজ "দ্য মোরিং ফরেস্ট" গ্র্যান্ড প্রিক্স পেয়েছে, যা কান উৎসবে পামে ডি'অরের দ্বিতীয়-সর্বোচ্চ পুরস্কার।২০১৫ সালে, কাওয়াসে ফরাসি সরকারের কাছ থেকে নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স পুরস্কার পেয়েছিলেন।
উল্লেখ্য,ইউনেস্কোর এই পদ অধিকারী অন্যান্য জাপানিদের মধ্যে রয়েছে প্রয়াত শিল্পী ইকুও হিরায়ামা, যিনি ১৯৮৮ সালে প্রথম জাপানি শুভেচ্ছা দূত হয়েছিলেন এবং জাপানি গায়ক এবং অভিনেতা রিওতারো সুগি।
আর সি