জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বিয়ে করতে যাচ্ছেন। এরই মধ্যে বাগদান সম্পন্ন করেছেন। বুধবার (১০ নভেম্বর) রাতে হবু স্বামীর সঙ্গে যৌথ ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
২০০৭ সালে বিদ্যা সিনহা মিম ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’-এর মুকুট জয় করে শোবিজে পথচলা শুরু করেন মিম। ক্যারিয়ারের শুরুতেই নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন।
সেই ছবিতে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছিলেন জাহিদ হাসান, ফেরদৌস, মেহের আফরোজ শাওনের মতো তারকাদের। ছবিটি মিমের ক্যারিয়ারের উজ্জ্বল একটি সাফল্য হয়ে আছে।
এরপর নিয়মিতই কাজ করে যাচ্ছেন তিনি। মডেলিং ও অভিনয়ের ব্যস্ততায় ১৪ বছরের ক্যারিয়ারে পেয়েছেন একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক স্বীকৃতি ও সাফল্য। দেশের গণ্ডি পেরিয়ে মিম কাজ করেছেন ওপার বাংলার জিৎ, সোহমদের নায়িকা হয়েও।
অবশেষে একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেল মিমের হবু স্বামীর পরিচয়। মিমের হবু স্বামীর নাম সনি পোদ্দার। বর্তমানে কর্মরত আছেন সিটি ব্যাংকে। তবে এর আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্টার্ন ব্যাংকে চাকরি করেছিলেন। মিমের সঙ্গে সনি পোদ্দারের দীর্ঘ ৬ বছরের প্রেমের সম্পর্ক। তবে তারা কেউই কখনো এ বিষয়ে মুখ খোলেননি। বিষয়টি রেখেছিলেন একেবারের লোকচক্ষুর আড়ালে।
আর সি