অভিনেত্রী কঙ্গনা রানাউত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ‘পদ্মশ্রী’ সম্মাননা পেয়েছেন। অবশেষে এবার অপেক্ষার পালা শেষ হলো বলিউডের গুণী প্রযোজক ও নির্মাতা করণ জোহরের। গতকাল ৮ নভেম্বর তার হাতে উঠল ভারতের চতুর্থ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এ সম্মাননা তুলে দেন।
একই সম্মাননা পেয়েছেন প্রযোজক-পরিচালক একতা কাপুর এবং গায়ক-সংগীত পরিচালক আদনান সামি। এদিন রাষ্ট্রপতি ভবনে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
নানা বিষয়ে বিশেষ অবদান রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে নাগরিকদের এই পদক প্রদান করে থাকে ভারত। পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতির পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতের অনেক গণ্যমান্য ব্যক্তিরা।
কঙ্গনা রানাউত সম্প্রতি 'মণিকর্ণিকা' এবং 'পাঙ্গা' সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে চতুর্থবার জাতীয় পুরস্কার জেতেন। এর আগে 'ফ্যাশন', 'কুইন' ও 'তনু ওয়েডস মনু' চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।
আর সি