দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সামান্থা। ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুমের ব্যাপক সাফল্য পাওয়াই নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন।এখন প্রতি সিনেমায় ৩ থেকে ৪ কোটি রুপি পারিশ্রমিক চাচ্ছেন এই নায়িকা।যদিও তাঁর সবশেষ মুক্তি পাওয়া ‘জানু’ সিনেমা বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ।
সামান্থা দ্বিভাষিক বেশ কয়েকটি সিনেমার চুক্তিবদ্ধ আছেন। সম্প্রতি বলিউড পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে; শীঘ্রই তাপসী পান্নুর প্রোডাকশন হাউস আউটসাইডার ফিল্ম ব্যানারে বলিউড পা রাখতে দেখা যাবে সামান্থাকে।
সামান্থার হাতে রয়েছে দুটি তামিল সিনেমা। একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’, অপরটি ‘শকুন্তলম’, যেখানে পৌরাণিক চরিত্র শকুন্তলার ভূমিকায় দেখা যাবে এই নায়িকাকে।
আর সি