ছবি:ক্রিকেটার এইলিন অ্যাশ
১১০বছর বয়সে মারা গেলেন ক্রিকেটার এইলিন অ্যাশ। প্রয়াত এইলিন অ্যাশ বিশ্বের সবথেকে বয়স্কা টেস্ট ক্রিকেটার ছিলেন।ইংল্যান্ড নারী ক্রিকেট দলের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল অ্যাশের।১৯৩৭ সালে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক ঘটানোর পর ইংল্যান্ডের হয়ে সাতটি টেস্ট খেলেছিলেন এই ডান হাতি পেসার।ক্রিকেটার এইলিন অ্যাশের মৃত্যুর সংবাদ জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড।
১৯৪৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেও ৯৮ বছর বয়স অবধি গল্ফ খেলেছেন এইলিন। এই প্রাক্তন টেস্ট ক্রিকেটার ১০৫ বছর বয়স অবধি নিয়মিত যোগাভ্যাস করতেন।
১৯১১ সালে জন্ম নেওয়া অ্যাশ ছিলেন ডানহাতি পেস বোলার। ইংল্যান্ডের হয়ে তিনি ৭টি টেস্টে খেলেন তিনি। ২৩ গড়ে এই ডানহাতি পেসার ৭টি উইকেটও নিয়েছিলেন। ১৯৪৯ সালে ইংল্যান্ডের হয়ে অ্যাশেজ সিরিজ খেলেছিলেন তিনি অস্ট্রেলিয়ার মাটিতে। এ ছাড়াও সিভিল সার্ভিসে উইমেন্স, মিডলসেক্স উইমেন্স ও সাউথ উইমেন্স দলের হয়ে তিনি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন।
২০১৭ সালে আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে লর্ডস বেল বাজিয়ে ম্যাচের উদ্বোধন করেছিলেন তিনি। ২০১৯ সালে এমসিসির আজীবন সাম্মানিক সদস্যপদ পান তিনি।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বিবৃতিতে এইলিন সম্পর্কে বলা হয় ,এইলিন একজন অসামান্যা মহিলা যিনি অসাধারণ জীবন কাটিয়েছেন।
প্রসঙ্গত ২০১৯ সালে ব্রিটিশ ক্রিকেট ঐতিহ্যের প্রাণকেন্দ্র লর্ডসে এইলিনের পোট্রেট ছবি উন্মোচন করা হয়। তিনি মেরিলবোন ক্রিকেট ক্লাবের সাম্মানিক আজীবন সদস্যাও ছিলেন।
উল্লেখ্য,এইলিনের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।এই সময় এইলিন ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআইসিক্সের হয়েও কাজ করেছিলেন।
আর সি