ছবি:কিয়োদো নিউজ
জাপানি স্নোবোর্ড খেলোয়াড় ইওয়াবুচি রেইরা চলতি মৌসুমের বিগ এয়ার বিশ্বকাপে প্রথমবারের মত শিরোপা জয়লাভ করেছেন। ইওয়াবুচি শনিবার যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে চলতি মৌসুমের ২য় বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
জানা যায়,বিগ এয়ার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীরা, খাড়া পাহাড় ধরে নীচে নেমে যান এবং সেখান থেকে লাফ দেয়ার পর শূন্যে বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করে।
আরও জানা যায়,প্রতিযোগিতার প্রথম প্রচেষ্টায় ইওয়াবুচি, সর্বোচ্চ ৮৭.২৫ পয়েন্ট অর্জন করেন। তিনি ৩য় বারের চেষ্টায় বোর্ডের প্রান্ত ধরে শূন্যে একটি চমৎকার কলাকৌশল প্রদর্শনের মাধ্যমে ৯১ পয়েন্ট অর্জন করেন।ইওয়াবুচি রেইরা সর্বমোট ১৭৮.২৫ পয়েন্ট নিয়ে মেয়েদের শিরোপাটি জিতে নেন।
ইওয়াবুচি জানান যে, নিজের সেরাটি দিতে পারায় তিনি অত্যন্ত আনন্দিত। তিনি আসন্ন বেইজিং অলিম্পিকের আগে নিজের কৌশলগুলো আরও ঝালিয়ে নেবেন বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, এটি রেইরা ইওয়াবুচি ৭ম বিশ্বকাপ জয় এবং বিগ এয়ার প্রতিযোগিতায় ষষ্ঠ বিজয়।
আর সি