ছবি: কিয়োদো নিউজ
জাপানের জাতীয় খেলা সুমো।প্রাক্তন সুমো খেলোয়াড় ইয়োকোজুনা হাকুহো ৫টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেলেন।জাপান সুমো অ্যাসোসিয়েশন শুক্রবার এ ঘোষণা করেছে।
জানা যায়,পাঁচটি রেকর্ড হল হাকুহোর ৪৫টি ক্যারিয়ার গ্র্যান্ড টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ, ১,১৮৭টি ক্যারিয়ার জয়, ১,০৯৩টি মাকুচি-ডিভিশন জয়,১৬টি মাকুচি চ্যাম্পিয়নশিপ এবং৮৪টি গ্র্যান্ড টুর্নামেন্ট ।
ইয়োকোজুনা হাকুহো বলেন,আমার ছাত্রদের আমি এমনভাবে খেলা শেখাতে চাই যাতে তারাও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেতে পারে।
উল্লেখ্য,প্রাক্তন এ সুমো খেলোয়াড় ইয়োকোজুনা হাকুহো মিয়াগিনো স্টেবলেরের কোচের দায়িত্বে আছেন ।
আর সি