ছবি:ইন্টারনেট
ফুটবলের আটটি ক্লাবকে জরিমানা করলো উয়েফা।ইউরোপিয়ান ফুটবলের ফাইনানশিয়াল ফেয়ার প্লে বিধি ভঙ্গ করায় পর্তুগালের চ্যাম্পিয়ন ক্লাব স্পোর্টিং লিসবনসহ আটটি ক্লাবকে এ জরিমানা করেছে উয়েফা।স্পোর্টিং লিসবনের হয়েই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
জানা যায়,ফাইনানশিয়াল ফেয়ার প্লে আইন ভঙ্গ করার কারণে তাদের জরিমানা করা হয়েছে আড়াই লাখ ইউরো।লিসবনের লিগ প্রতিদ্বন্দ্বী পোর্তোকে জরিমানা করা হয়েছে ৩ লাখ ইউরো।
আরও জানা যায়,এই জরিমানা পরিশোধ করার জন্য তাদের হাতে সময় রয়েছে ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে তা পরিশোধ না করলে উয়েফার তরফ থেকে আরও বড় শাস্তিও পেতে হতে পারে।
উল্লেখ্য,উয়েফার জরিমানার মুখোমুখি হওয়া অন্য ছয় ক্লাব হলো স্পেনের রিয়াল বেটিস, কাজাখাস্তানের আস্তানা, রোমানিয়ার সিএফআর ক্লুজ, বুলগেরিয়ার সিএসকেএ সোফিয়া, জিব্রাল্টারের মোনস কাল্প এবং পর্তুগালের স্যান্টা ক্লারা।
আর সি