ছবি:ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল
সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন ভিকি-ক্যাট জুটি।আজ তারা আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের আনুষ্ঠানিক বিয়ের আসর হওয়ার কথা ছিল ৭ থেকে ৯ ডিসেম্বর৷এর মধ্যে আজই আইনি মতে বিয়ে সারলেন এই জুটি।যদিও এই ব্যাপারে ভিকি-ক্যাট এখনও মুখ খোলেনি ৷
জানা যায়,বিয়ের কোনও ছবি বা ভিডিয়ো যাতে ফাঁস না-হয় তা নিশ্চিত করতে কড়া হাতে বিষয়টি দেখছে তারকা জুটির ব্যক্তিগত টিম৷শুক্রবার আইনি বিয়েটা সেরে ফেলেছেন ভিকি-ক্যাট৷স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে হয়েছে বলেই জানা গিয়েছে ৷কোর্ট ম্যারেজ হয়ে যাওয়ার পর এই তারকা জুটি সপ্তাহ শেষে রাজস্থানে যাবেন বলে জানা গিয়েছে ৷সঙ্গে যাবেন তাদের পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয় পরিজনেরা ৷
আর সি