ছবি:ইন্টারনেট
বাংলাদেশে দীর্ঘ দুই বছর পর আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।আগামী জানুয়ারিতে টুর্নামেন্টটি শুরু হবে।তবে সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী,আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল।
জানা যায়,গত সপ্তাহে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল বিসিবি।তখন দরপত্রে বলা হয়েছিল, ২০ জানুয়ারি শুরু হবে বিপিএল। কিন্তু গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ৮ দিন পিছিয়ে টুর্নামেন্টটা শুরু হবে ২৮ জানুয়ারি।
তিনি বলেছেন,আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি ২৮ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের স্লট রাখা আছে। এর মধ্যেই আমরা শেষ করবো।আগামী ৫ ডিসেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ দিন।তার পরই বিপিএলের অষ্টম আসরের ছয়টি দল চূড়ান্ত হবে।
উল্লেখ্য,এবার বিপিএলে বিদেশি ক্রিকেটাররাও অংশ নেবেন।প্রত্যেক দল তিন বিদেশি খেলাতে পারবেন।তবে তাদের অংশগ্রহণ নির্ভর করছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সার্বিক পরিস্থিতির ওপর।বিসিবি নজর রাখছে সরকারের নির্দেশনার ওপর।
আর সি