ছবি:ইন্টারনেট
ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্তিয়ানো রোনালদো কাল রাতে ৮০০ গোলের মাইলফলকের দেখা পেলেন।গতকাল আর্সেনাল নিজেদের মাঠেই নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। স্বাগতিকদের ৩-২ গোলের জোড়া গোল রোনালদোর।
এর মধ্যে প্রথম গোলটি করে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে ৮০০তম গোলে দেখা পেলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।রোনালদোর করা এই ৮০১ গোলের মধ্যে ৫১০টি এসেছে ডান পায়ে, ১৪৯টি গোল বাঁ পায়ে, হেডে ১৪০টি এবং শরীরের অন্য জায়গা থেকে এসেছে বাকি ২ গোল।
ইউনাইটেডে এ নিয়ে ১৩০টি গোল করলেন রোনালদো। প্রথম মেয়াদে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিতে আসার আগে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে করেন ৫টি গোল।৪৫০ গোল করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে।
রোনালদো জুভেন্টাসের হয়ে ১০১টি গোল এবং ১১৫টি গোল করেছেন পর্তুগালের হয়ে। ছেলেদের আন্তর্জাতিক ফুটবল, চ্যাম্পিয়নস লিগ এবং রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোই সর্বোচ্চ গোলদাতা।
জানা যায়,ফুটবলে অফিশিয়াল ম্যাচে সর্বোচ্চ গোলদাতার সঠিক তথ্য-পরিসংখ্যান সংরক্ষণ করা না হলেও রোনালদোই যে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। চেক কিংবদন্তি জোসেফ বাইকানের গোলসংখ্যা কোথাও ৮২১টি, কোথাও আবার ৮০৫টি।
তবে এর মধ্যে রিজার্ভ দলের হয়ে করা গোল এবং আন-অফিশিয়াল ম্যাচও রয়েছে। ব্রাজিলের দুই কিংবদন্তি পেলে ও রোমারিও নিজেদের ক্যারিয়ারে গোলসংখ্যা অন্তত ১০০০ বলে দাবি করেন। কিন্তু শুধু অফিশিয়াল প্রতিযোগিতামূলক ম্যাচ হিসেব করলে তাঁদের গোলসংখ্যা সাত শ-তে নেমে আসে।
জানা যায়,রোনালদো ক্যারিয়ারে সেরা মৌসুমের দেখা পেয়েছেন রিয়ালের জার্সিতে।২০১৪-১৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ ম্যাচে ৬১টি গোল করেছিলেন রোনালদো।২০১৫ সালে গ্রানাদা ও এস্পানিওলের বিপক্ষে এক ম্যাচে একাই পাঁচটি করে গোলও করেছেন রোনালদো।
ফুটবল পরিসংখ্যানের আন্তর্জাতিক সংস্থা আরএসএসএসএফের মতে, ক্যারিয়ারে সর্বোচ্চ গোলসংখ্যায় রোনালদোর নিকটতম পেলে (৭৬৯), রোমারিও (৭৬১) ও ফেরেঙ্ক পুসকাস (৭৬১)।৭৫৬ গোল লিওনেল মেসির।
আর সি