ছবি:বাংলাদেশ নারী ক্রিকেট দল
অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছে জাতীয় নারী ক্রিকেট দল।বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টার দিকে ঢাকায় এসে পৌঁছায় নিগার সুলতানা জ্যোতিরা।প্রায় তিনদিনের লম্বা ভ্রমণ শেষে তারা দেশে ফিরেছেন।বিষয়টি জানিয়েছেন বিসিবি নারী ক্রিকেট উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।
জানা যায়,করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় তাদের দেশে ফেরা অনিশ্চয়তায় পড়েছিল।তবে দেশে ফিরলেও বাড়ি ফিরতে পারবেন না দলের কেউই।বাংলাদেশের একটি পাঁচতারকা হোটেলে বাধ্যতামূলক ৫ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে পুরো দলকে।
উল্লেখ্য,আফ্রিকায় ওমিক্রন ছড়িয়ে পড়ায় বাতিল হয়ে যায় ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব।তবে বাছাই পর্ব বাতিল হলেও র্যাং কিংয়ে পাঁচ নম্বরে থাকায় প্রথমবারের মতো ৫০ ওভারের বিশ্ব আসর খেলা নিশ্চিত করেছে টাইগার মেয়েরা।
আর সি