ছবি:লিওনেল মেসি
সপ্তমবারের মতো ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।সোমবার রাতে প্যারিসের থিয়েটার থিয়েটার দ্যু শ্যাটেলের অডিটোরিয়ামে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে সপ্তম ব্যালন ডিঅর গ্রহণ করেন আর্জেন্টাইন অধিনায়ক।
কে জিতবেন ব্যালন ডি অর? নাম গিয়ে ঠেকেছিল মাত্র দুটিতে।বায়ার্ন মিউনিখের গোলমেশিন পোলিশ তারকা রবার্তো লেভানডফস্কি আর পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।আর সেই যুদ্ধে লেভানডফস্কিকে হারিয়ে সপ্তমবারের মতো ব্যালন ডি অর জয় করলেন মেসি।
২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবার ব্যালন জেতেন মেসি।তিন বছর বাদে ২০১৫ সালে জেতেন ৫ নম্বর ট্রফি।২০১৯ সালে ষষ্ঠবার জিতে সবাইকে ছাড়িয়ে সর্বোচ্চ জয়ী হন।এবার সেটিকে নিয়ে গেলেন সাতে।২০২০ সালে করোনাভাইরাস মহামারির কারণে স্থগিত করা হয় ব্যালন ডি অর পুরস্কার।
উল্লেখ্য,এর আগে ষষ্ঠবার জিতে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে সর্বোচ্চ ব্যালন ডি অর জয়ী ছিলেন লিওনেল মেসি।এবার সংখ্যাটিকে নিয়ে গিলেন ধরাছোঁয়ার বাইরে। সপ্তমবারের মতো ব্যক্তিগত সেরা ফুটবলারের পুরস্কারটা জিতে নিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
আর সি