ছবি:ইউজুরু হানিউ
ডাবল অলিম্পিক ফিগার স্কেটিং চ্যাম্পিয়ন ইউজুরু হানিউ বুধবার বলেছেন যে, তিনি চোট পেয়েছেন এ কারণে আপাতত বিশ্রামে রয়েছেন। সংশ্লিষ্ট সুত্র থেকে জানা যায় যে, ফেব্রুয়ারির বেইজিং গেমসের সিরিজ শুরুর আগেই সেরে উঠবেন বলে জানিয়েছেন এই তারকা।
ডান পায়ের গোড়ালিতে লিগামেন্টের আঘাতের কারণে গত সপ্তাহে এনএইচকে ট্রফিও প্রত্যাহার করেছেন তিনি।জানা গেছে, অলিম্পিকের তিন মাস আগে গোড়ালিতে চোট পান হানিউ। ২৬ বছর বয়সী জাপানি তারকা আগামী সপ্তাহে রাশিয়ায় একটি টুর্নামেন্ট খেলতে পারছেন না চোটের কারণে।
উল্ল্যেখ্য,হানিউ সোচি ২০১৪-এ পুরুষদের এককে সোনা জিতেছিলেন।
আর সি