সম্পুর্ন নিজস্ব ব্যবস্থাপনায় পঞ্চম উপগ্রহের উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে জাপান।
মঙ্গলবার সকাল ১১টা ১৯ মিনিটে পঞ্চম মিচিবিকি উপগ্রহ বহন করা এইচটুএ নাম্বার ৪৪ রকেটটি দক্ষিণ-পূর্ব জাপানের কাগোশিমা জেলার তানেগাশিমা মহাশূন্য কেন্দ্র থেকে এ উড্ডয়ন সম্পন্ন করা হয়।
গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস’এর জাপানি সংস্করণের সাথে যোগ দেয়ার জন্য এই উপগ্রহটি উড্ডয়নের ব্যবস্থা করে দেশটি।
জানা যায়, উড্ডয়নের ৩০ মিনিট পরে পৃথিবী থেকে ২৬০ কিলোমিটারেরও বেশি উপরে উপগ্রহটি উড্ডয়ন যান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
জানা গেছে, কিছু কিছু শহরে এবং পাহাড়ি এলাকায় কোনরকম ত্রুটি ছাড়াই সঠিক অবস্থানগত সংকেত পাওয়ার জন্য নতুন এই উপগ্রহটি ব্যবস্থাপনার স্থিতিশীলতা বাড়াবে।
উল্লেখ্য, স্মার্টফোন কিংবা গাড়ির নেভিগেশন ব্যবস্থায় ব্যবহারের উদ্দেশ্যে অবস্থানগত তথ্য পাঠানোর জন্য জাপানি উপগ্রহগুলোর মধ্যে অন্তত একটি সবসময় জাপানের উপরে অবস্থান করে থাকে।