ছবি: দ্যা জাপান টাইম্স
২০২১ সালে জাপানি কৃষি, বনজ এবং সামুদ্রিক পণ্যের রপ্তানি থেকে আয় ১ ট্রিলিয়ন ইয়েন।স্থানীয় সময় শুক্রবার কৃষি মন্ত্রণালয় জানান প্রথমবারের মতো কৃষিপণ্য থেকে ১ট্রিলিয়ন ইয়েন ($৮.৮ বিলিয়ন) আয় করেছে জাপান সরকার।
বন ও মৎস্য মন্ত্রণালয় জানান, গত বছরের থেকে এ আয় ২৮% বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে রপ্তানির মূল্য মোট ৯৭৩.৪ বিলিয়ন ইয়েন ($৮৬মিলিয়ন), যা গরুর মাংস বিক্রি থেকে এসেছে।
জানা যায়,শুধুমাত্র অক্টোবরের বিক্রি এক বছর আগের তুলনায় ১৪.৯ শতাংশ বেড়েছে,যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের থেকে বেশি।
কৃষিমন্ত্রী গেঞ্জিরো বলেন,জাপানের রপ্তানি শিল্প উন্নত ও শক্তিশালী হচ্ছে।জাপান সরকার ২০২৫ সালে ২ ট্রিলিয়ন ইয়েন এবং ২০৩০ সালে ৫ ট্রিলিয়ন ইয়েন রপ্তানি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে।
উল্লেখ্য,জাপানের কৃষি পণ্যের রপ্তানি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে বৃদ্ধির গতি কমে যাওয়ায় ২০২০ সালের ১ ট্রিলিয়ন ইয়েন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।২০২০ সালে রপ্তানির মূল্য ছিল ৯৮৬.০ বিলিয়ন ইয়েন।
আর সি