ছবি:ইন্টারনেট
আগামী বছর থেকে ৩১ ধরনের হুইস্কির উপর দাম বাড়নোর সিদ্ধান্ত নিয়েছে জাপানের সানতোরি কোম্পানী। বর্তমান দামের চেয়ে শতকরা ৫ শতাংশ থেকে শুরু করে এ দাম ২৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে বলে জানা গেছে।
হুইস্কির ৮ টি ব্র্যান্ড'র উপর এ দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছ বলে জানা যায়। ব্র্যান্ডগুলি হলোঃ সানটোরির হিবিকি, ইয়ামাজাকি, শিরাসু এবং চিতা। স্কটিশ হুইস্কির ব্র্যান্ডগুলি ম্যাকালান, গ্লেনফিডিচ এবং বালভেনি এবং আইরিশ হুইস্কির তুল্লামোর ডিইডব্লিউ।
আর এ/আর এ এস