ছবি: কাইদো নিউজ
নিসান মোটর আগামী ৫ বছর ধরে বৈদ্যুতিক গাড়ি এবং ব্যাটারির উন্নয়নে ১ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করার পরিকল্পনা করেছে।নিসান মোটর গতকাল তাদের দীর্ঘমেয়াদী এ পরিকল্পনার ঘোষণা দেয়।
জানা গেছে,জাপানের নিসান মোটর বৈদ্যুতিক গাড়ির মডেলের অনুপাত ২০২৬ অর্থবছরের মধ্যে ইউরোপে তাদের নতুন গাড়ির বিক্রির ৭৫ শতাংশের উপরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।
জানা গেছে,কোম্পানিটি ২০২৮ অর্থবছরের মধ্যে এমন একটি ইভি বা বৈদ্যুতিক গাড়ি বাজারে ছাড়াবে,যার ব্যাটারিটি হবে সম্পূর্ণ কঠিন জ্বালানি যুক্ত যা অপেক্ষাকৃত বেশি পরিমাণ বিদ্যুৎ মজুদ করে রাখতে পারবে।
উল্লেখ্য,তারা মার্কিন বাজারেও তাদের নতুন গাড়ির বিক্রির ৪০ শতাংশেরও বেশি ২০৩০ অর্থবছরের মধ্যে পূর্ণাঙ্গ বৈদ্যুতিক মডেলের হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে।
আর সি