ছবি:ইন্টারনেট
সুনামি ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রে থেকে পরিকল্পিত পরিশোধিত পানি ছেড়ে দেয়ার জন্য সমুদ্রগর্ভে বেশ কয়েকটি সমীক্ষার কাজ আরম্ভ করেছে।
জানা গেছে, শনিবার টোকিও বিদ্যুৎ কোম্পানির স্থাপনা থেকে প্রায় ১ কিলোমিটার দূরে দুটি জাহাজ প্রেরণ করে।উল্লেখ্য, এটি হচ্ছে সমুদ্রের তলদেশে নির্মিতব্য একটি টানেলে।এ টানেলে মাধ্যমে পরিশোধিত পানি ছেড়ে দেওয়া হয় পরিকল্পিত একটি নিদিষ্ট স্থানে।
জানা গেছে,বিদ্যুৎ কোম্পানিটি সমুদ্রের তলদেশের টানেল নির্মাণের জন্য কোন প্রতিবন্ধকতা আছে কিনা তা পরীক্ষা করে।পরীক্ষাটি ভোর ৬টা থেকে সন্ধ্যা ৪টা পর্যন্ত স্থায়ী হয়। ডুবুরিরা সেন্সর যুক্ত একটি চুম্বকীয় যান ব্যবহার’সহ স্বচক্ষে পরীক্ষা করে দেখেন।
উল্লেখ্য,টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানায় আগামী বুধবার থেকে টানেল নির্মাণের জন্য খনন কাজের সমীক্ষা আরম্ভ করা হবে।
আর সি