ছবি: কাইদো নিউজ
ইন্টারনেট-সংযুক্ত গাড়ির জন্য সাইবার নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে জনপ্রিয় কোম্পানি প্যানাসনিক।মঙ্গলবার সংশ্লিষ্ট সুত্র থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিভিন্ন যানবাহন লঞ্চ,স্টিমার গুলোতে সাইবার আক্রমণ ঠেকাতে এ ব্যবস্থা নিচ্ছে কোম্পানিটি। এতে করে অটোমেকাররা সহজে ২৪ ঘন্টা গাড়িগুলো পর্যবেক্ষণে রাখতে পারবে।
এ প্রযুক্তির ফলে গাড়িগুলোতে যে কোন ধরনের সমস্যা দেখা দিলে তা সনাক্তসহ সমাধানের সহজ উপায় জানা যাবে, এমনটাই জানাচ্ছেন জাপানের ইলেকট্রনিক্স সংস্থা।
প্যানাসনিকের এক কর্মকর্তা জানান,প্রযুক্তিটার মাধ্যমে জাপান এবং জাপানের বাইরে একই পদ্ধতিতে সাইবার আক্রমণ ঠেকানো যাবে।
এক দেশ থেকে অন্য দেশে এ সাইবার আক্রমণ ঠেকাতে চাইলে আলাদা একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে বলে জানান প্রতিষ্ঠানের এ কর্মকর্তা।
উল্লেখ্য,অক্টোবর মাসের শেষের দিকে এ প্রযুক্তির সফল পরীক্ষা চালায় প্যানাসনিক।জাপানের ওসাকা শহরে এ পরীক্ষা চালানো হয়।
আর সি