ছবি: কাইদো নিউজ
মানবাধিকার রক্ষা প্রচেষ্টায় আইএলও এর সমর্থন চাইবে জাপান।সোমবার সরকারি সুত্র থেকে জানা যায় যে,জাতিসংঘের কর্মীদের অধিকার সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সাথে সহযোগিতায় মানবাধিকার রক্ষার প্রচেষ্টা বাড়াতে গ্লোবাল সাপ্লাই চেইন পরিচালনাকারী সংস্থাগুলিকে সাহায্য করার পরিকল্পনা করেছে।
সংশ্লিষ্ট সুত্র থেকে জানা যায় যে,জাপানি কোম্পানি গুলোকে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে অবহিত করা এবং কর্মীদের এ বিষয়ে যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করাই এর উদ্যেশ্য।
সুত্র থেকে আরও জানা যায় যে,পরিকল্পনার অধীনে জাপান সরকার আইএলওকে তহবিল সরবরাহ করবে।একই সময়ে সরকার বেসরকারি সংস্থাগুলির সাথেও চুক্তি করবে।
উল্ল্যেখ্য,চলতি অর্থবছরের জন্য সংকলিত একটি সম্পূরক বাজেটে প্রায় ৮০০মিলিয়ন ইয়েন ($৭ মিলিয়ন) বরাদ্দ করার পরিকল্পনা করা হয়েছে।
আর সি